কুড়িগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। জেলা মহিলা দলের সভানেত্রী রেমা সুলতানার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি, সহ-সভাপতি রিতা পারভীন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদসহ উপজেলা ও পৌর মহিলা দলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ...