জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের প্রচারের শেষ দিনে প্রার্থীরা সর্বোচ্চ চেষ্টা করেছেন ভোটারদের কাছে পৌঁছাতে। দিনভর তারা অনুষদ, হল, চত্বরগুলোতে গিয়ে ভোট প্রার্থনা করেছেন, ভোটারদের কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের অনুরোধ করেছেন। মঙ্গলবার সকাল থেকেই প্রার্থি ও তাদের সমর্থকরা ছিলেন মাঠে। কোনো কোনো প্রার্থী ক্লাসের ফাঁকে ফাঁকে শ্রেণিকক্ষে ঢুকেও প্রচার করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধেক ভোটার নারী। ফলে প্রার্থীরা প্রচারের ক্ষেত্রে নারীদের প্রাধান্য দিয়েছেন। তারা নারী ভোটারদের নানা প্রতিশ্রুতিও দিয়েছেন। নারী প্রার্থী এবং ভোটাররাও জানিয়েছেন তাদের প্রত্যাশার কথা। শিক্ষার্থী ঐক্য ফোরাম প্যানেলের সহ-সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী ফাতেমা তুজ জোহরা বৈশাখী বলেন, “আমরা ভোটারদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি। দেখা যাচ্ছে, এমন একটা সময়ে জাকসু হচ্ছে যখন অনেক বিভাগে ফাইনাল পরীক্ষা চলছে, তাই আমরা অনেকের কাছেই পৌঁছাতে পারিনি। সেদিক থেকে বলা যায়...