গত তিন বছরে ভারতের প্রতিবেশী দেশগুলোতে বড় ধরনের পরিবর্তন ঘটে গেছে। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট, পাকিস্তানে ইমরান খানের ক্ষমতাচ্যুতি থেকে শুরু করে বাংলাদেশের সরকার পরিবর্তন। প্রায় প্রতিটি ঘটনায় ব্যাপক জনবিক্ষোভের মাধ্যমে সরকার পতনের দৃশ্য দেখা গেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো নেপাল। দেশটিতে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সরকারের সিদ্ধান্তকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দুদিনের এই বিক্ষোভে অন্তত ২২ জনের প্রাণহানি ও শত শত মানুষ আহত হয়েছেন। নেপালের ঘটনাপ্রবাহও ছিল প্রায় একই ধাঁচের। প্রথমে কেবল সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের বিরুদ্ধে ক্ষোভ থেকে আন্দোলন শুরু হলেও পরে তা দ্রুত দুর্নীতিবিরোধী বিক্ষোভে রূপ নেয়। এতে বাধ্য হয়ে মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেন। অলি দুবাই পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। প্রশ্ন উঠছে—কেবল সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপ নিষিদ্ধ করার ঘটনাই কি এত...