ঢাকা বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও সন্ধ্যার পর থেকে নির্বাচন নিয়ে ভোট কারচুপির অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোটগ্রহণের শেষে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নির্বাচন কমিশন থেকে ফলাফল ঘোষণার আগে ঢাবি এলাকায় অস্থিরতা বিরাজ করছে।ছড়িয়ে পড়ে এই নির্বাচনে কারা এগিয়ে যাচ্ছেন। এরই মধ্যে ছাত্রদল থেকে অভিযোগ করা হয়েছে ভোট কারচুপির। এসব কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পুরো এলাকায় থমথমে ও শিক্ষার্থীদের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযোগ রয়েছে, বিকেল থেকে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাসের বাইরে জরো হতে থাকে জামায়েত, শিবির ও বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসব কারণে সন্ধ্যার দিকে ঢাবি এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে রাত ৯টার দিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের...