বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিজিটাল ফরেনসিক ল্যাবে কর্মরত উপ-পরিদর্শক (এসআই) মো. শাহেদ জোবায়ের লরেন্স তার জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এসআই শাহেদ জবানবন্দি দেন। তিনি জানান, মামলার আলামত হিসেবে তিনি যে অডিও রেকর্ড পরীক্ষা করেছেন তাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) এসএম মাকসুদ কামালের কথোপকথন ছিল। এ ছাড়া মঙ্গলবার আরও চারজন তাদের জবানবন্দি পেশ করেন। এরপর তাদের জেরার কার্যক্রম শেষ করা হয়। মামলায় পরবর্তী সাক্ষ্য নেওয়ার জন্য আগামীকাল বুধবার দিন ঠিক করেছেন আদালত। মামলার ৪৫তম সাক্ষী শাহেদ জানান, গত ১২ মে মামলার বিশেষ তদন্তকারী কর্মকর্তা মামলার আলামত হিসেবে একটি সিডি ও একটি ডিভিডি ল্যাবে পাঠান। সিডিতে শেখ হাসিনা এবং মাকসুদ কামালের...