কাতারে হামাসের নেতৃত্বের ওপর চালানো বিমান হামলা সফল হয়েছে বলে ক্রমেই আশাবাদী হচ্ছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে আর্মি রেডিও এ তথ্য জানিয়েছে। ইসরাইলি সামরিক কর্মকর্তাদের দাবি, এ অভিযানে ১০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নেয় এবং তারা হামাস নেতৃত্বকে লক্ষ্য করে ১০টিরও বেশি গোলাবারুদ নিক্ষেপ করে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেগুলো সেই ভবনে আঘাত হানে, যেখানে হামাস নেতাদের উপস্থিত থাকার কথা ছিল। আরও পড়ুনআরও পড়ুনএক মাসে ছয় আরব দেশে ইসরাইলের বোমা হামলা ইসরাইলি বিমানগুলোকে অভিযানের পথে ও ফেরার সময় একাধিকবার আকাশেই জ্বালানি সরবরাহ করা হয়। একজন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, ‘সবকিছু ভালোই দেখাচ্ছে। আমরা জানতাম হামাস কীভাবে এ ঘটনার সত্যতা গোপন করার চেষ্টা করবে।’ তবে এর আগে হামাসের একটি সূত্র রয়টার্সকে জানায়, যুদ্ধবিরতি আলোচনাকারী দলের কর্মকর্তারা ইসরাইলি হামলা থেকে বেঁচে...