০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ পিএম কাতারের রাজধানী দোহায় হামাস কর্মকর্তাদের ওপর ইসরাইলের হামলার পর নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। ইসরাইলি হামলার "কঠোর ভাষায়" নিন্দা জানিয়েছে জর্ডান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে "একটি বিপজ্জনক এবং অগ্রহণযোগ্য উস্কানিমূলক উত্তেজনা বৃদ্ধি" হিসেবে বর্ণনা করেছে। এই ঘটনার "তীব্র নিন্দা" জানিয়েছে কুয়েত। এর প্রতিশোধ হিসেবে কাতার যে পদক্ষেপ নেবে তার প্রতি নিজেদের "পূর্ণ সমর্থন" থাকবে বলেও জানিয়েছে দেশটি। ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে, এই হামলাকে "সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন" বলে বর্ণনা করেছেন ওমানের সুলতান। হামলায় নিন্দা জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এই হামলা 'কাতারের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পরিষ্কার লঙ্ঘন'। কাতারকে তিনি এমন একটি দেশ হিসেবে...