রাইট হিয়ার রাইট নাউ (আর এইচ আর এন) উদ্যোগের অংশ হিসেবে ইয়ুথ পলিসি ফোরাম (ওয়াই পি এফ), ৭ সেপ্টেম্বর রাজধানীর বনানীতে হোটেল সারিনায় সফলভাবে আয়োজন করেছে যুব-নেতৃত্বাধীন পলিসিনির্ধারণ প্রতিযোগিতা “মাইন্ড ম্যাটারস: ইয়ুথ কম্পিটিশন অন মেন্টাল হেলথ সলিউশনস”। এই প্রতিযোগিতায় সারা দেশ থেকে আসা ২০ জন তরুণ সদস্য ৫টি দলে বিভক্ত হয়ে মানসিক স্বাস্থ্যপলিসির ঘাটতি বিশ্লেষণ করে উদ্ভাবনী পলিসি প্রস্তাবনা উপস্থাপন করে। এর মাধ্যমে তরুণদের কণ্ঠস্বর নীতিনির্ধারণী প্রক্রিয়ায় আরও জোরদারভাবে তুলে ধরা হয় এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক সংস্কারের পথ সুগম করার পরিসর তৈরী হয়েছে। প্রতিযোগিতার পূর্বে অংশগ্রহণকারীদের দক্ষতা উন্নয়নে দুটি প্রশিক্ষণ অধিবেশন অনুষ্ঠিত হয়, যেটি পরিচালনা করেন মনাশ বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ফেলো ডা. এম. তাসদিক হাসান এবং সাজিদা ফাউন্ডেশনের “দি হাব” এর ডা. লিসানুল হাসান। অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে বিচারকদের রায়ের ভিত্তিতে...