ভুয়া পে-অর্ডার তৈরি করে কর ফাঁকি ও জাল-জালিয়াতির মাধ্যমে বিপুল অর্থ লেনদেনের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের দুই ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদের মধ্যে ব্যাংক কর্মকর্তাদের পাশাপাশি রয়েছেন সাবেক একজন কর কর্মকর্তাও। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুদকের ঢাকা প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. নিজাম উদ্দিন চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ বাদী হয়ে এ মামলা দায়ের করেন বলে নিশ্চিত করেছেন ওই কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাইফুল আলমের দুই ছেলে আসাদুল আলম মাহির ও আশরাফুল আলম। কর কর্মকর্তা হলেন, চট্টগ্রাম কর অঞ্চল-১ এর সাবেক উপ কর কমিশনার আমিনুল ইসলাম। ব্যাংকারদের মধ্যে রয়েছেন– ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (বরখাস্ত) মো. হেলাল উদ্দিন, পটিয়ার মুহাম্মদ আমির হোসাইন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী...