এক সময় তরুণ প্রজন্মকে রাজনীতির মাঠে কেবল হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো। রাজনৈতিক নেতাদের কাছে তারা ছিল স্লোগান দেওয়া বা মিছিল-সমাবেশ ভরাট করার যন্ত্র মাত্র। কিন্তু সময় বদলেছে। আজকের প্রজন্ম—যাদের আমরা জেন-জি নামে চিনি—তারা আর নিছক দর্শক নয়, বরং নিজের ভবিষ্যৎ রক্ষায় তারা রাস্তায় নেমে এসেছে। দুর্নীতি, স্বেচ্ছাচার আর অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে তাদের প্রতিবাদ এতটাই শক্তিশালী, তা সরকারকেও নাড়িয়ে দিচ্ছে এবং শাসকগোষ্ঠীকে বাধ্য করছে পিছু হটতে।বাংলাদেশেই তার বাস্তব উদাহরণ দেখা গেছে গত বছরের জুলাই মাসে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জোয়ারে শেখ হাসিনার দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন হোঁচট খেয়েছিল। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছাত্রদের পদধ্বনিতে কেঁপে উঠেছিল দেশ। অচল হয়ে পড়েছিল প্রশাসন, আর শেষমেশ পতনের মুখ দেখতে হয় সরকারকে।এবার সেই উত্তাল ঢেউ এসে আছড়ে পড়েছে প্রতিবেশী দেশ নেপালে। সেখানে সোশ্যাল...