ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টর শেহরীন আমিন মোনামি ডাকসু নির্বাচনে ছাত্রদল–সমর্থিত প্রার্থীর সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ ঘটনার পর তিনি ফেসবুকে আবেগঘন এক স্ট্যাটাসে নিজের নিরপেক্ষতা ও নিষ্ঠার কথা তুলে ধরেন।যখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে উত্তেজনা ছড়িয়ে পড়ে তখন সহকারী প্রক্টর শেহরীন আমিন মোনামির সঙ্গে ছাত্রদল–সমর্থিত সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শেখ তানভির বারী হামিমের তীব্র বিতর্ক হয়। মঙ্গলবারের ওই ঘটনায় মোনামি পদত্যাগের হুমকি দিলে হামিম পাল্টা মন্তব্য করেন— “আপনি পদত্যাগ করলে আমার কী যায় আসে?” পরে একাধিক ছাত্রদল কর্মীও উত্তেজিত হয়ে ওঠে।ঘটনার পর মোনামি দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে পক্ষপাতিত্বের অভিযোগে তার কষ্ট প্রকাশ করেন। লোকপ্রশাসন বিভাগের এই শিক্ষক, যিনি ছাত্র আন্দোলনে দেওয়া এক বক্তব্যের মাধ্যমে আলোচনায় আসেন, সরাসরি শিক্ষার্থীদের উদ্দেশ করে প্রশ্ন করেন।তিনি লিখেছেন, “আমি কি কখনো...