তবে এ গুণী অভিনেত্রী সম্প্রতি তার ভক্তদের সতর্ক করেছেন। সোশ্যাল মিডিয়ায় তার নামে ফেক আইডি খোলা হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে আইনি সহায়তাও নিচ্ছেন এ বর্ষীয়ান অভিনেত্রী। তবে তার নামে বেশ কিছু আইডি ও পেজের দেখা মেলে। এবার এসব আইডি সম্পর্কে স্পষ্ট বার্তা দিলেন এ অভিনেত্রী। জানালেন, তিনি ফেসবুক ব্যবহার করেন না। এ বিষয়ে জামান বলেন, ‘আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। কে বা কারা আমার নামে অ্যাকাউন্ট খুলেছে, আমি জানি না। বিষয়টি নিয়ে আমি ভীষণ বিরক্ত ও ইনসিকিউর ফিল করছি।’ একটি জাতীয় দৈনিকের মাধ্যমে তিনি নিজের ভক্ত ও দর্শকদের উদ্দেশে বার্তা দেন। তিনি বলেন, ‘আমি আমার সব শুভাকাঙ্ক্ষী ও দর্শকদের বলতে চাই, ফেসবুকে আমার নামে যেসব পেজ বা আইডি রয়েছে, সবগুলোই আমার অনুমতি ছাড়া খোলা হয়েছে। এসব ভুয়া আইডি...