চট্টগ্রামের কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন পরিষদ সংলগ্ন চৌধুরী মসজিদ রোড ও শিকলবাহা কলেজ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেনের নেতৃত্বে অভিযানে নিরীক্ষণ করা হয় যে, প্রতিষ্ঠানগুলো বি.এস.টি.আই হতে মান সনদ ছাড়াই আইসক্রীম ও বেকারী পণ্য উৎপাদন, বিক্রি, মোড়কজাতকরণ এবং বিতরণ করছে। এর ফলে নিউ পুলার আইসক্রীম ফ্যাক্টরীকে ৩০ হাজার টাকা এবং কলেজ বাজার আধুনিক ব্রেড অ্যান্ড বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত উক্ত প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে যে, তারা বি.এস.টি.আই-এর যথাযথ মানদণ্ড অনুসরণ করবে, ফ্যাক্টরী আধুনিকীকরণ নিশ্চিত...