দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০ ২০২৫ এর নিলামে নতুন ইতিহাস রচনা করলেন ডেওয়াল্ড ব্রেভিস। মাত্র কয়েক মিনিটেই এডেন মার্করামের রেকর্ড ভেঙে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড় হয়ে উঠেছেন এই তরুণ প্রোটিয়া তারকা। নিলামে শুরু থেকেই ছিল উত্তেজনা। প্রিটোরিয়া ক্যাপিটালস আর জোহানেসবার্গ সুপার কিংস মরিয়া হয়ে লড়ছিলেন ব্রেভিসকে দলে টানার জন্য। শেষ পর্যন্ত প্রিটোরিয়া ক্যাপিটালস ১৬.৫০ মিলিয়ন র্যান্ড (প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা) খরচ করে তাকে নিজেদের করে নেয়।আরো পড়ুন:শেষ ম্যাচে ইংল্যান্ডের ইতিহাস গড়া জয়দুর্দান্ত সেঞ্চুরিতে লারা-জয়াবর্ধনে-বাবরকে ছুঁলেন রুট দুর্দান্ত সেঞ্চুরিতে লারা-জয়াবর্ধনে-বাবরকে ছুঁলেন রুট এর আগে স্বল্প সময়ের জন্য রেকর্ড গড়েছিলেন এইডেন মার্করাম। তিনি ৯ কোটি ৬৫ লাখ টাকায় ডারবানের সুপার জায়ান্টসে গিয়েছিলেন। কিন্তু কয়েক মিনিটের ব্যবধানে তার রেকর্ড ভাঙলেন ব্রেভিস। জোহানেসবার্গ সুপার কিংস শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করলেও...