ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের কারচুপির ও পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থী বিন ইয়ামীন মোল্লা। মঙ্গলবার রাতে টিএসসিতে ডাকসু নির্বাচন নিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এ অভিযোগ করেন। বিন ইয়ামীন প্রশ্ন তুলে বলেন, ‘এটা কি কোনো নির্বাচন, নাকি তামাশা?’ ছাত্র অধিকার পরিষদের এ ভিপি প্রার্থী বলেন, ‘ঠিক সকাল ১১টার সময় আমি টিএসসির কেন্দ্রে এসেছিলাম, ভোটকেন্দ্রে আমাকে ঢুকতে দেওয়া হয়নি। কীভাবে এখানে ছাত্র শিবিরের ভিপি প্রার্থী এখানে ঢুকতে পারলেন। সুইমিং পুলে আমাকে ঢুকতে দেওয়া হয়নি। এসএম হলে ভোট কারচুপির প্রতিবাদ করেছে শিক্ষার্থীরা। ভোট দেওয়ার সময় আমাদের ঢুকতে দেওয়া হয় না। কিন্তু শিবিরের প্রার্থীদের ভোট গণনার সময় সেখানে ঢোকে। এটা কি নির্বাচন, নাকি তামাশা? তাহলে তো ডাকসুর দরকার ছিল না। ক্ষমতা ভাগাভাগি করে নিয়ে যেতেন।’...