বাংলাদেশ বিমানের যাত্রীরা যারা কাঠমান্ডু-ঢাকা রুটের ফ্লাইট সম্পর্কিত তথ্য বা আপডেট খুঁজছেন, তাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কয়েকটি নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। যোগাযোগের নম্বরগুলো হচ্ছে- কাঠমান্ডু অফিসের কান্ট্রি ম্যানেজার: +9779851037510, স্টেশন ম্যানেজার: +977 9851026159 এবং বিক্রয়: +977 9847918402। সরকারি কাজে নেপাল সফরে আসা প্রায় শতাধিক বাংলাদেশি কর্মকর্তা ও ফুটবলার বর্তমানে কাঠমান্ডুতে আটকা পড়েছেন। বর্তমানে ব্যক্তিগত উদ্যোগে বা উদ্দেশ্যে নেপাল ভ্রমণকারী পর্যটকের সংখ্যা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি বলে জানিয়েছে দূতাবাস। কাঠমান্ডুর বাংলাদেশ মিশনের হটলাইনগুলো নেপালে আটকে পড়া ৩৫০ টিরও বেশি বাংলাদেশি নাগরিকের কাছ থেকে কল পেয়েছে। বেশিরভাগ কলই বিমানের ফ্লাইটের বিবরণ বা স্থগিত এবং...