দীর্ঘ এক অপেক্ষা শেষ হচ্ছে স্যাম কারানের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় ১০ মাস পর জাতীয় দলের হয়ে মাঠে নামতে যাচ্ছেন এই ইংলিশ অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে বুধবার, কার্ডিফে। ম্যাচটির জন্য আগের দিন একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। এবারই প্রথম ব্রেন্ডন ম্যাককালামের কোচিংয়ে খেলবেন কারান। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে তিনি সবশেষ খেলেছিলেন, ২০২৪ সালের নভেম্বরে; ওই সময় ভারপ্রাপ্ত কোচ ছিলেন মার্কাস ট্রেসকোথিক। পূর্বে কেবল ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্বে ছিলেন ম্যাককালাম। গত বছরের সেপ্টেম্বরে সাদা বলের কোচের দায়িত্ব নেওয়ার পর জানুয়ারিতে সীমিত ওভারের ক্রিকেটে কাজ শুরু করেন তিনি। কিন্তু, এই সিরিজের আগ পর্যন্ত নিউ জিল্যান্ডের সাবেক এই ব্যাটসম্যানের আস্থায় আসতে পারেননি কারান। সম্প্রতি দা হান্ড্রেডে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে কোচের নজর কাড়েন কারান। ওভাল...