মঞ্চে, না মঞ্চে নয়, টিম কুক কথা বলছেন অ্যাপল ক্যাম্পাসে।প্রথমেই বলছেন এয়ারপড নিয়ে।নতুন এসব এয়ারপডস দেখতে একটু ভিন্ন। পাশাপাশি কুক নিশ্চিত করেছেন, এগুলোর নাম ‘এয়ারপডস প্রো’।কোম্পানিটির হার্ডওয়্যার বিভাগের ভাইস প্রেসিডেন্ট কেট বার্জারন বলেছেন, নতুন এসব এয়ারপডসটিকে উন্নত বেইস এবং আরও প্রশস্ত সাউন্ডস্টেজের মাধ্যমে অডিওর মান উন্নত করেছে।হার্ট রেট ট্র্যাকিং ও ফিটনেসের জন্য ডিভাইসটিতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইও রয়েছে। যাতে ব্যবহারকারী ফিটনেস অ্যাপে নিজের সব ধরনের তথ্য দেখতে পারেন। এই সফটওয়্যার দিয়ে ব্যবহারকারী এখন ৫০টি ভিন্ন ধরনের ওয়ার্কআউট ট্র্যাক করতে পারবেন। মঞ্চে, না মঞ্চে নয়, টিম কুক কথা বলছেন অ্যাপল ক্যাম্পাসে। নতুন এসব এয়ারপডস দেখতে একটু ভিন্ন। পাশাপাশি কুক নিশ্চিত করেছেন, এগুলোর নাম ‘এয়ারপডস প্রো’। কোম্পানিটির হার্ডওয়্যার বিভাগের ভাইস প্রেসিডেন্ট কেট বার্জারন বলেছেন, নতুন এসব এয়ারপডসটিকে উন্নত বেইস এবং আরও...