কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। দেশটির যেখানে হামাসের জ্যেষ্ঠ নেতারা মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে বৈঠকে বসেছিলেন। মঙ্গলবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, হামলায় অন্তত ১২টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের কাটারা জেলায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ধোঁয়া উড়তে দেখা যায়। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হামাসের ঊর্ধ্বতন নেতৃত্বকে লক্ষ্য করে "সুনির্দিষ্ট হামলা" চালিয়েছে। তবে হতাহতদের পরিচয় বা অবস্থা এখনও স্পষ্ট নয়। হামাস সূত্র জানায়, বৈঠকের সময় তাদের আলোচক প্রতিনিধিদের লক্ষ্যবস্তু করা হয়। কাতার এই হামলাকে "কাপুরুষোচিত" আখ্যা দিয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে। দেশটির...