ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য এবং প্রক্টর জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে টিএসসিতে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। আব্দুল কাদের দাবি করেন, ডাকসু নির্বাচনে রাজনৈতিক এজেণ্ডা বাস্তবায়ন করছেন তারা ঢাবি উপাচার্য ও প্রক্টর। ডাকসু নির্বাচন ও ভোট গণনা প্রক্রিয়া নিয়ে নানা অভিযোগ জানান তিনি। ডাকসু নির্বাচন কমিশনকে অথর্ব ও আনাড়ি নির্বাচন কমিশন বলে উল্লেখ করেন আব্দুল কাদের। তিনি অভিযোগ করেন, একদল বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে মেকানিজম করেছে। আরেকদল বাইরে থেকে মেকানিজম করেছে। আমাদেরকে কেউ রেসপন্স করে নাই। ছাত্রদল ও শিবিরের মধ্যে ক্ষমতার ভাগাভাগির নির্বাচন হচ্ছে। ডাকসু নির্বাচনকে সামনে রেখে প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করেছে। আব্দুল কাদের দাবি করেন, ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের জন্য নয় বরং এটি মূলত স্পষ্টত জামায়াত-বিএনপি, ছাত্রদল-শিবিরের...