উমামা ফাতেমার প্যানেল স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের পক্ষ থেকে শিবিরকে ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। বলা হয়েছে, শিবিরের প্রার্থীদের ভোটকেন্দ্র প্রাঙ্গণে ঢুকতে দেওয়া হলেও বাকিদের দেওয়া হচ্ছে না। এর প্রতিবাদে বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বিক্ষোভ দেখিয়েছে প্যানেলটির বিভিন্ন পদপ্রার্থীরা। বিক্ষোভের সময় ‘শিবিরের নির্বাচন মানি না, মানব না’ স্লোগান দেওয়া হয়। এর আগে শিবিরের বিরুদ্ধে দুটি ছবির প্রমাণ ফেসবুকে দিয়ে উমামা লিখেছেন, ‘ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের ভোটকেন্দ্রের বাইরে এই লিফলেটগুলা...