২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে শেষ রাউন্ডের ম্যাচে আগামীকাল (বুধবার) মাঠে নামছে লাতিন অঞ্চলের দেশগুলো। শেষ রাউন্ডের ম্যাচে ভোরে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইকুয়েডরের বিপক্ষে স্বাগতিকদের মাঠে মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। তবে এই ম্যাচে খেলবেন না লিওনেল মেসি। গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে জাতীয় দলের হয়ে দেশের মাটিতে শেষ ম্যাচটি খেলেন লিওনেল মেসি। ম্যাচ শেষে মেসি নিজেই কোচকে জানিয়ে দেন, বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটিতে খেলবেন না তিনি। মূলত সম্প্রতি ইনজুরি থেকে ফিরেছেন মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটিতেও বেশ সংগ্রাম করেছিলেন তিনি। তাই শেষ ম্যাচের আগে বিশ্রাম চেয়ে নিয়েছেন এই ফরোয়ার্ড। তাছাড়া ইন্টার মায়ামির হয়ে নতুন মৌসুম শুরুর আগে নিজেকে পুরোপুরি ফিট রাখতে চান মেসি। এ কারণেই বাড়তি চাপ নেননি ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। আর্জেন্টিনার হয়ে এর আগেও...