ছেলেদের এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাইপর্বের গ্রুপপর্বে প্রথম দুই ম্যাচে হেরে আগেই বাদ পড়েছে বাংলাদেশ। তবে শেষটা রাঙিয়েছে লাল-সবুজের দল। সিঙ্গাপুরের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে বাংলাদেশ। এশিয়ান কাপের মূলপর্বে যেতে না পারলেও এ জয়ে বেশ খুশি অধিনায়ক শেখ মোরসালিন এবং সহকারি কোচ হাসান আল মামুন। ম্যাচ পরবর্তী বাফুফের ভিডিও বার্তায় কথা বলে মোরসালিন এবং মামুন । সেখানে নিজেদের উচ্ছাসের কথা জানান। মোরসালিন বলেছেন, ‘আগের দুটা ম্যাচ হেরেও আজকের ম্যাচটা জিততে পেরেছি, এটা দলগত অর্জন। আমদের দলের সবার কারণে এটা সম্ভব হয়েহে। প্রথমার্ধে একটু নড়বড়ে ছিলাম, দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে পেরেছি। তিন পয়েন্ট পেয়েছি এর জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই।‘ ম্যাচে দারুণ করেছেন মোরসালিন। চারটি গোলেই সরাসরি অবদান রেখেছেন। নিজের পারফরম্যান্স নিয়ে বলেছেন, ‘আমি একটি গোল করেছি এবং তিনটা অ্যাসিস্ট করেছি। তবে...