ডাকসু নির্বাচনে দিনভরই এর আশপাশের এলাকায় বাইরের লোকের ভিড় ছিল। ভোট শেষে সেই ভিড় আরও বেড়েছে। অনেকের দাবি জামায়াত-শিবির ও বিএনপি-ছাত্রদলের লোকজন সেখানে জমায়েত হয়েছিল। সকাল থেকেই ভোট দেয়ার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়েন শিক্ষার্থীরা। অনেকের কাছেই এটি তাদের প্রথম ভোট। তাই বেশ উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেন দেশের সেরা এই বিদ্যাপীঠের শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও দুপুর থেকেই উত্তাপ বাড়তে থাকে। আসতে থাকে একের পর এক অভিযোগ পাল্টা-অভিযোগ। তবে বিভিন্ন অভিযোগ সত্ত্বেও নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়। এ সময় আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ আসে চারটি প্যানেলের তরফে। নির্বাচন কমিশনের তথ্যমতে গড়ে ৮০ শতাংশ শিক্ষার্থী তাদের ভোট প্রদান করেছে। দুপুর পর্যন্ত...