প্রশস্ত পথে গাড়ির গতি কখনো কখনো ছাড়িয়ে যায় ঘণ্টায় ১০০ মাইলও। রাস্তার দুই পাশে পথচারীর সংখ্যা প্রায় শূন্য। যে দু-চারজন চোখে পড়ে, তাঁদেরও ভীষণ তাড়া। কী খেলা হচ্ছে কিংবা কবে—সংযুক্ত আরব আমিরাতের বেশির ভাগ মানুষের কাছেই তা গৌণ। অথচ এই দেশটাই অতীতে অনেকবার এমন আয়োজনের সাক্ষী হয়েছে, যেখানে উপেক্ষা করা গেছে সামাজিক, সাংস্কৃতিক কিংবা রাজনৈতিক লড়াই। আজ এশিয়া কাপ দিয়ে তেমনই আরও একটি আয়োজন শুরু হচ্ছে আমিরাতের দুই শহর আবুধাবি ও দুবাইয়ে। ভারত-পাকিস্তানের রাজনৈতিক লড়াইয়ের দড়ি–টানাটানিতে গত মে মাসেও যে টুর্নামেন্ট ঘিরে ছিল ঘোর অনিশ্চয়তা। আঁধারের মেঘ কেটে যাওয়ার পেছনে ভবিষ্যতে ভারতের আরও বড় টুর্নামেন্ট আয়োজনের ভাবনা যেমন আছে, আছে অর্থনীতির হিসাব-নিকাশও। মুখে কিংবা অস্ত্রে দুই দেশের যতই লড়াই চলুক, ময়দানে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়া মানেই ক্রিকেটে বিরাট অঙ্কের টাকা আসা।...