এবারের এশিয়া কাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে বৃহস্পতিবার হংকং-এর বিপক্ষে আবুধাবিতে। টি-টোয়েন্টিতে হংকংয়ের বিপক্ষে একটাই ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের, সেই অভিজ্ঞতা ভুলে যাওয়ার মতোই। চট্টগ্রামে বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশ হেরেছিল দুই উইকেটে। বাংলাদেশের ব্যাটিং ধসিয়ে দিতে লেগ স্পিনে নিজাকাত খান নিয়েছিলেন ১৯ রানে ৩ উইকেট। টুর্নামেন্টের আগের দিন বাংলাদেশের সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই ম্যাচের কথা মনে করতেই মুখ উজ্জ্বল হয়ে উঠলো নিজাকাতের, ‘এটা খুবই বিশেষ ছিল কারণ বাংলাদেশকে বাংলাদেশের মাঠে হারানো। আমরা খুব ভালো করেছিলাম, বিশেষ করে আমি ভালো করেছিলাম। আমাদের স্পিনাররা খুব ভালো খেলেছিল, হ্যাঁ এটা খুব স্মরণীয় স্মৃতি। আমি আর নাদিম আহমেদ ভালো বল করেছিলাম সত্যিই মনে আছে। আমরা একটা জুটি হিসেবে বল করেছিলাম যে কারণে বাংলাদেশ ধসে গিয়েছিল।’ ২০১৪ সালের বাংলাদেশের সেই দলের কেউই নেই এবারের দলে।...