ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলাকালীন ক্যাম্পাসে উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার পর একের পর এক অভিযোগ-পাল্টা অভিযোগে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এমন পরিস্থিতিতে ক্যাম্পাস এলাকায় যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিন ভোট গণনার শুরুতেই ছাত্রশিবির মনোনীত ভিপি প্রার্থী সাদিক কায়েম ঢাবি ক্লাব কেন্দ্রে প্রবেশ করলে পোলিং এজেন্টদের চাপের কারণে তাকে বের হতে হয়। এ ঘটনায় কিছুটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। পরে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান টিএসসি কেন্দ্রে ঢুকতে চাইলেও বাধা দেওয়া হয়। এতে ভোট গণনা কিছুক্ষণের জন্য স্থগিত থাকে। এছাড়া কার্জন হল ও উদয়ন স্কুলে এলইডি লাইট বন্ধ থাকার কারণে ভোট গণনা কিছু সময় বিঘ্নিত হয়। ছাত্রদল ভোট কারচুপি এবং নির্বাচনে বিশেষ...