রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন_সজীব গাজী, মো. রাজন, মো. সোহেল, মো. জসিম, মো. মামুন, মো. ইব্রাহিম এবং মো. রবিন। মঙ্গলবার রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল রাত সাড়ে তিনটার দিকে মোহাম্মদপুর থানাধীন নবীনগর হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়। ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার সংঘবদ্ধ ডাকাত দলের...