এবারের এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়েছে আফগানিস্তান। আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১৮৮ রান।ইনিংসের নায়ক দুই তরুণ সেদিকুল্লাহ আতাল ও আজমাতুল্লাহ ওমরজাই। ইনিংসের শুরুটা যদিও খুব একটা ভালো হয়নি আফগানদের। মাত্র ২৫ রানের মাথায় আউট হন ওপেনার রহমতুল্লাহ গুরবাজ (৫ বলে ৮ রান)। কিছুক্ষণ পর ইব্রাহিম জাদরানও (১ রান) ফিরে যান। দ্রুত দুই উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে আফগানিস্তান। এরপরই ব্যাট হাতে দলের হাল ধরেন সেদিকুল্লাহ আতাল। শুরুতে মাত্র ৪ রানেই আউটের হাত থেকে বেঁচে খেলেন দায়িত্বশীল ইনিংস। ৫২ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলেন তিনি, যাতে ছিল ৬টি চার ও ৩টি ছয়। অন্য প্রান্তও আগলে রাখেন অভিজ্ঞ মোহাম্মদ নবী। চার নম্বরে নেমে ২৬ বলে ৩৩ রান...