একপ্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেলেন ওপেনার সেদিকুল্লাহ অটল। দলের প্রয়োজনে কখনো ধরে খেলেছেন তো কখনও বাউন্ডারি ছাড়া করেছেন বল। তার সঙ্গে যোগ দিয়ে ঝড় তুলেন অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই। এই দুজনের ব্যাটে ভর করে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে হংকংকে বড় রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রানের পুঁজি দাঁড় করিয়েছে আফগানিস্তান। জয়ের জন্য হংকংয়ের প্রয়োজন ১৮৯ রান। টসে ডিজতে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ ছিল না আফগানিস্তানের। তবে দ্রুতই ফিরে গেলেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ (৫ বলে ৮)। ইব্রাহীম জাদরানও (৪ বলে ১) ধরলেন একই পথ। শুরুর সেই বিপর্যয় সামলে প্রতিরোধ গড়ে তুললেন ওপেনার সেদিকুল্লাহ অটল আর মোহাম্মদ নাবী। তৃতীয় উইকেট জুটিতে ৫১...