উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি এখন সর্বোচ্চ বিপদসীমায় রয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরেও কাপ্তাই হ্রদের পানি রেকর্ড করা হয় ১০৮.৮৮এমএসএল (মিনস সি লেভেল)। হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল। গত কয়েক দশকের মধ্যে এবারই এই সর্বোচ্চ পরিমাণ পানি রেকর্ড করা হয়েছে।আরো পড়ুন:রাঙামাটির ৪০ শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণরাঙামটিতে বিদ্যালয়ে হাতির তাণ্ডব, বন্ধ শ্রেণি কার্যক্রম রাঙামাটির ৪০ শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণ রাঙামটিতে বিদ্যালয়ে হাতির তাণ্ডব, বন্ধ শ্রেণি কার্যক্রম হ্রদের পানি সর্বোচ্চ বিপদসীমায় পৌঁছানোর কারণে কাপ্তাই হ্রদ তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ডুবে গেছে সড়ক, সেতু ও রাস্তাঘাট। দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ ও নিচু এলাকার বাসিন্দারা। কাপ্তাই হ্রদের পানি বেড়ে রাঙামাটি পৌরসভা এলাকার খিপ্যাপাড়া, লেমুছড়ি ও কিনারাম পাড়ার সেতু ডুবে জনদুর্ভোগ বেড়েছে। এছাড়া শহরের ঝুল্লিক্যাপাহাড়, ব্রাহ্মণটিলা, শান্তিনগর, বালুখালী, জীবতলীসহ...