গাজায় মানবিক সাহায্য পাঠাতে উদ্যোগী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ফর গাজা (জিএসএফ) জানিয়েছে, তিউনিসিয়ার একটি বন্দরে তাদের একটি প্রধান নৌকায় ড্রোন হামলা হয়েছে। তবে তিউনিসিয়া সরকার এ অভিযোগ অস্বীকার করেছে। মঙ্গলবার এক বিবৃতিতে জিএসএফ জানায়, পর্তুগিজ পতাকাবাহী নৌকাটি তাদের স্টিয়ারিং কমিটি বহন করছিল। এতে আগুন ধরে যায় ডেক ও নিচতলার স্টোরেজে। তবে নৌকায় থাকা ছয়জন যাত্রী ও কর্মী সবাই নিরাপদে রয়েছেন। তবে তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিদি বু সাঈদ বন্দরে নৌকায় ড্রোন হামলার খবর “সত্য নয়।” তারা দাবি করেছে, নৌকাটির ভেতরেই আগুন লেগেছিল। ফ্লোটিলা উদ্যোগটি আন্তর্জাতিকভাবে সমর্থিত, যার লক্ষ্য ইসরায়েলের নৌ অবরোধ ভেঙে বেসামরিক নৌযানের মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সাহায্য পৌঁছে দেওয়া। এতে ৪৪টি দেশের প্রতিনিধি যুক্ত রয়েছেন; এর মধ্যে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ এবং পর্তুগালের বামপন্থি রাজনীতিক মারিয়ানা মর্টাগুয়াও আছেন।...