ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির জন্য প্রশাসনকে দায়ী করছে বাম ধারার সাত সংগঠনের প্যানেল প্রতিরোধ পর্ষদ। একই সাথে হুঁশিয়ার করে তারা বলেছে, ভোট গণনায় কোনো রকম কারচুপি করা হলে, শিক্ষার্থীরা মেনে নেবে না। মঙ্গলবার দিনভর নির্বাচনের পরিস্থিতি তুলে ধরতে রাত সাড়ে ৯টায় মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে আসেন প্রতিরোধ পর্ষদের প্রার্থীরা। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। এ সময় আচরণ বিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ আসে চারটি প্যানেলের তরফে। ছাত্রশিবির সমর্থিত প্যানেলের দুই প্রার্থীর ব্যালটে আগে থেকে টিক দিয়ে রাখার অভিযোগে প্রশাসনের বিরুদ্ধে টিএসসিতে বিক্ষোভও করেছে ছাত্রদল। রাতে ভোট গণনা চলাকালে খালি ব্যালটবক্স ভরে ফেলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সামনে...