তরুণদের টানা দুই দিনের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। নেপালের সচিবালয় থেকে মঙ্গলবার,(০৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়েছে। তবে তার পদত্যাগের পরও বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নেপালি কংগ্রেসের সমর্থন নিয়ে গত বছরের জুলাইয়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন কমিউনিস্ট নেতা কে পি শর্ম ওলি। এরআগে ২০১৫-১৬, ২০১৮-২১ ও পরে ২০২১ সালে একবার সংক্ষিপ্ত সময়ের জন্য প্রধানমন্ত্রী ছিলেন তিনি। দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর নেপালেও প্রবল গণবিক্ষোভে সরকার পতনের পরিস্থিতির সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীর পদত্যাগের পর হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। তাদের হাতে ছিল জাতীয় পতাকা। বের হয় মোটর শোভাযাত্রা। অনেকে রং ছিটিয়ে আনন্দ করেন। পার্লামেন্ট ভবনের চারপাশে মটরবাইক চক্কর দিতে দেখা গেছে। কেউ কেউ...