ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে ভোটের পরদিন বুধবার ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিন দফা সিদ্ধান্ত বদলের পর ভোটের দিন মঙ্গলবার রাতে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার এ সিদ্ধান্ত জানানো হলো। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, “বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।” ভোটের কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর যুক্তিতে প্রতিরোধ পর্ষদসহ কয়েকটি প্যানেলের দাবির প্রেক্ষাপটে ৩০ আগস্ট এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৭ সেপ্টেম্বর (রোববার) থেকে ১০ সেপ্টেম্বর (বুধবার) পর্যন্ত চার দিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার কথা বলেছিল। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তের বিরোধিতা করেন অনেকে। লম্বা ছুটিতে শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে বাড়ি চলে যেতে পারেন, এমন আশঙ্কাও প্রকাশ করা হয়। পরে ১ সেপ্টেম্বর আরেক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত পরিবর্তন...