এশিয়া কাপ ক্রিকেটে এখন পর্যন্ত আয়োজিত ১৬ আসরের মধ্যে নয়বারই নতুন অধিনায়ক প্রথমবার নেতৃত্ব দিয়েই শিরোপা জিতেছেন। সুনীল গাভাস্কার, দিলীপ ভেঙ্গসরকার, মোহাম্মদ আজহারউদ্দিন, মারভান আতাপাত্তু, মাহেলা জয়বর্ধনে, মিসবাহ-উল-হক, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, রোহিত শর্মা ও দাসুন শানাকা-এরা সবাই নিজেদের প্রথম চেষ্টাতেই শিরোপা ছুঁয়ে দেখেছেন। মঙ্গলবার,(০৯ সেপ্টেম্বর ২০২৫) শুরু হওয়া ১৭তম আসরে ট্রফি কার হাতে উঠবে, তা এখনই বলা সম্ভব নয়। তবে নিশ্চিতভাবে বলা যায়, এবার সেই তালিকায় আরও একটি নতুন নাম যুক্ত হবে। কারণ এবারের এশিয়া কাপে অংশ নেয়া আট দলের আট জনই প্রথমবারের মতো অধিনায়কত্ব করছেন। এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো একই আসরে খেলছে আট দল: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। প্রত্যেক অধিনায়কই নামবেন ভিন্ন ভিন্ন লক্ষ্য নিয়ে, কিছু ব্যক্তিগত, কিছু দলগত। অ্যাসোসিয়েট তিন দলের...