অন্তর্বর্তী সরকারের সময়ে হত্যার সংখ্যা ‘বেড়ে গেছে’, আপাতদৃষ্টিতে এমন মনে হলেও প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে, এর পেছনের মূল কারণ নতুন করে অপরাধ ‘বৃদ্ধি নয়’ বরং দীর্ঘদিন ‘দমনকৃত ও রেকর্ডবিহীন থাকা’ বহু হত্যা মামলা ‘পুনঃনথিভুক্ত হওয়ায়’ এ চিত্র তৈরি হয়েছে। হত্যার পরিসংখ্যান বেড়েছে পুরোনো মামলা আবার নথিভুক্ত হওয়ায় গড় হিসেব বিশ্লেষণে দেখা যায়, গত বছরের তুলনায় এ বছরের প্রথম ৮ মাসে ৩২২টি হত্যা মামলা বেশী হয়েছে। নারী ও শিশু নির্যাতন মামলা ৩৩৩৯টি বেশী হয়েছে; অপহরণ মামলা ২৮৮টি বেশী হয়েছে। সরকারপ্রধানের প্রেস শাখা আরও বলছে, অন্তর্বর্তী সরকারের আমলে দাঙ্গা, চুরি ও ডাকাতির মতো অপরাধ ‘উল্লেখযোগ্যভাবে কমেছে’, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির ইঙ্গিত দিচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির একটি তুলনামূলক চিত্র প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম...