বড় সম্ভাবনা জাগিয়ে এশিয়া কাপ খেলতে গেছে বাংলাদেশ। অতীতেও বড় টুর্নামেন্টের আগে এমন আশা জাগিয়ে শেষ পর্যন্ত হতাশ করেছে টাইগাররা। তবে এবার লক্ষ্যে অটুট লিটনরা। এবারের আসরে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন তারা। অতীতের ইতিহাস ভেঙে দলকে প্রথম শিরোপা জেতাতে চান এই টাইগার দলপতি। এর আগের এশিয়া কাপের ১৬ টি আসরের মধ্যে ১৫টি আসরেই অংশ নিয়েছে বাংলাদেশ। তবে মহাদেশীয় এই টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো সফলতার দেখা পায়নি টাইগাররা। এখন পর্যন্ত তিনবার ফাইনালে উঠলেও, প্রতিবারই শিরোপা হাতছাড়া করেছে লাল সবুজের দল। ২০১২ সালে প্রথমবার ফাইনাল উঠে পাকিস্তানের কাছে শিরোপা হাতছাড়া করেছিল টাইগাররা। এরপর ২০১৬ ও ২০১৮ সালে ভারতের বিপক্ষে টানা দুটি ফাইনালে হেরেছে লাল-সবুজের দল। অতীতের ইতিহাস বদলে এবার নতুন কিছু অর্জনের লক্ষ্যে এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। মহাদেশীয় এই টুর্নামেন্টে শিরোপা জেতাটা...