০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ পিএম সত্তর ছুঁইছুঁই আম্বিয়া খাতুনের বয়স। স্বামী প্রয়াত হয়েছেন পাঁচ বছর আগে। স্বামী বিয়োগে সন্তানদের নিয়ে শুরু হয় বিধবার সংগ্রামী জীবন। একদিকে দারিদ্রতা, অন্য দিকে চৌধুরী পরিবারের নির্মম অত্যাচার। তবে এবার অত্যাচারের সীমা পেরিয়ে স্বামীর ভিটেমাটি এবং বাড়িঘর ছাড়া হয় আম্বিয়া খাতুন ও তার ছেলেরা। জমি সংক্রান্ত বিরোধের মারপ্যাচে জোরপূর্বক বাড়ির জায়গা দখল করে একাধিকবার বৃদ্ধা আম্বিয়া ও তার ছেলেদের মারধর করে চৌধুরী পরিবারের লোকেরা। এমনকি গত আড়াই মাস যাবৎ বাড়ি ছাড়া আম্বিয়া খাতুন ও তার দুই ছেলের পরিবার। সর্বশেষ গত (৮ সেপ্টেম্বর) সোমবার সকালে আম্বিয়া খাতুনের বসতঘরের সামনে থাকা গাছপালা কেটে জোরপূর্বক দখল করে একটি বসতঘর নির্মাণের কাজ শুরু করে প্রতিপক্ষের জরুল চৌধুরী। খবর পেয়ে আম্বিয়া ও তার...