নেপালে চলমান বিক্ষোভে আরও একজনের মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সোমবার নিহত ১৯ জনও আছে। সিভিল সার্ভিস হাসপাতালের পরিচালক দীপক পাওডেল বিবিসি-কে জানিয়েছেন, মঙ্গলবার বিক্ষোভ চলার সময় ২০৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এদের মধ্যে ১৮৬ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। ন্যাশনাল ট্রমা সেন্টারের প্রধান ডা. বাদ্রি রিজাল জানান, প্রায় ৪০ জন আহতকে চিকিৎসার জন্য তাদের হাসপাতালে আনা হয়েছিল। নেপালে চলমান এই অশান্ত পরিস্থিতিতে সেনাবাহিনী তরুণদের সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছিল, তারা নেপাল ও নেপালি জনগণের স্বার্থ রক্ষায় অঙ্গীকারবদ্ধ। সেনাবাহিনী জানিয়েছে, তারা ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বিক্ষোভকারীদের...