নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের টিকিটের কৃত্রিম সংকট ও মূল্য কারসাজির অভিযোগে সোমবার ১৩টি ট্রাভেল এজেন্সির লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। অভিযোগ অনুযায়ী, এসব এজেন্সি এয়ারলাইন্সের জিএসএদের সঙ্গে যোগসাজসে সাধারণ যাত্রীদের জন্য টিকিটের কৃত্রিম সংকট তৈরি করছিল এবং সেই টিকিট অস্বাভাবিকভাবে উচ্চ মূল্যে বিক্রি করছিল। তদন্তে জানা গেছে, এসব এজেন্সি যাত্রীদের নাম ছাড়া হাজার হাজার টিকিট ব্লক করে রাখত এবং পরে চড়া দামে বিক্রি করত। এ ধরনের কারসাজির ফলে যাত্রীদের মধ্যে ভোগান্তি বৃদ্ধি পেত। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যদি এই ব্লক করা টিকিটগুলি কম্পিউটার সিস্টেমে অবিলম্বে খোলা হয়, তাহলে বাজারে সংকট কমে আসবে এবং টিকিটের মূল্য স্বাভাবিক হবে। অভিযুক্ত এজেন্সিগুলোর মধ্যে মূলহোতা হিসাবে কাজী এয়ার ইন্টারন্যাশনাল-এর কাজী মোহাম্মদ মফিজুর রহমানকে চিহ্নিত করা হয়েছে। এছাড়া সিটিকম ইন্টারন্যাশনাল, হাশেম...