এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নেমেছে আফগানিস্তান। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে হংকংকে রানের লক্ষ্য দিয়েছে রশিদ খানের দল। আফগানদের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেছেন সাদিকুল্লাহ আটাল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেন রহমানুল্লাহ গুরবাজ। ৫ বলে ৮ রান করে আউট হন তিনি। তিনে ব্যাট করতে নেমে আলো ছড়াতে পারেননি ইব্রাহিম জাদরানও। ৪ বলে ১ রান করেন এই ডান হাতি ব্যাটার। তবে অপর প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন ওপেনার সাদিকুল্লাহ আটাল। তাকে যোগ্য সঙ্গে দেন মোহাম্মদ নবী। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ৪১ রান তুলেছে আফগানরা। কিন্তু ২৬ বলে ৩৩ রান করে নবী আউট হলে আবারও হোঁচট খায় দল। ৮ বলে ৫ রান...