মানবতাবিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপতি এম মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে তারা সাক্ষ্য দেন। দুই সাক্ষী হলেন- ঢাকায় সিআইডির ডিজিটাল ফরেনসিক ল্যাবে কর্মরত পুলিশ পরিদর্শক মো. রুকুনুজ্জামান এবং ঢাকায় সিআইডির ডিজিটাল ফরেনসিক ল্যাবে কর্মরত এসআই মো. শাহেদ জোবায়ের লরেন্স। মো. রুকুনুজ্জামান ৪৪ নম্বর ও মো. শাহেদ জোবায়ের লরেন্স এ মামলার ৪৫ নম্বর সাক্ষী। মামলায় আসামির তালিকায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নামও রয়েছে। রুকুনুজ্জামান তার সাক্ষ্যে একটি রেকর্ডে শেখ হাসিনার, একটিতে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের এবং আরেকটিতে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের কণ্ঠস্বরের মিল আছে বলে জানান। অন্যদিকে শেখ হাসিনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মাকসুদ কামালের কথপোকথনের মিল পাওয়ার কথা বলেন...