নেপালে চলমান সংঘাত-সহিংসতার পরিস্থিতি ও ফ্লাইট পরিচালনার ওপর দেশটির সরকারের নিষেধাজ্ঞার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বুধবারের কাঠমান্ডুগামী ফ্লাইটটি এদিন দুপুর পর্যন্ত স্থগিত করা হয়েছে। মঙ্গলবার রাতে বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্লাইট স্থগিতের কথা বলা হয়েছে। ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী নির্দেশনা পাওয়ামাত্র যাত্রীদের অবহিত করার কথাও লেখা হয়েছে সেখানে। বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেহেতু নেপালে বিমানবন্দর বন্ধ, আবার দূতাবাসের তরফেও বাংলাদেশ ও নেপাল দুই দেশ থেকেই যাতায়াত না করার নির্দেশনা দেওয়া হয়েছে, তাই আমরা দুপুর পর্যন্ত ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।” তিনি বলন, “প্রথমে আমাদের পরিকল্পনা ছিল মঙ্গলবার ডাইভার্ট হওয়া ফ্লাইটটি বুধবার সকালে পরিচালনা করার। তবে এখন সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। যদি দুপুরের পর বিমানবন্দর বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার হয়, তাহলে...