০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০ পিএম ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।যাকে নিয়ে আজ সর্বত্র আলোচনার ঝড়। যোগদানের পর থেকে বদলে গেছে মহেশপুরের চিত্র। মানুষের কাছে তিনি এখন কেবল একজন প্রশাসনিক কর্মকর্তা নন, বরং আশার আলো। খাদিজা আক্তার বর্তমানে একসঙ্গে উপজেলার গুরুত্বপূর্ণ তিনটি দায়িত্ব সামলাচ্ছেন। উপজেলা নির্বাহী অফিসার, মহেশপুর পৌরসভার প্রশাসক এবং ভূমি অফিসের এসিল্যান্ড। দায়িত্ব যতই হোক, কাজের ক্ষেত্রে তিনি সবার আগে রাখেন মানুষের স্বার্থ। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউএনও অফিসে গেলে এখন আর দালালের প্রয়োজন হয় না। সাধারণ মানুষ সরাসরি প্রবেশ করে নিজের সমস্যা জানাতে পারেন। শুনে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিচ্ছেন তিনি। কারও জমির কাগজপত্রের জটিলতা, কারও সামাজিক সমস্যা কিংবা অবৈধ দখল যে বিষয়ই আসুক, দ্রুত সমাধান করছেন...