রংপুরে সাবেক কাস্টমস কর্মকর্তা আলাউদ্দিন মিয়া ও তার ভাই শাহাজাদা মিয়ার বিরুদ্ধে প্রায় ৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক রংপুরের সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে। মামলার সাক্ষ্যগ্রহণ ২২ সেপ্টেম্বর শুরু হবে বলে জানা গেছে। আলাউদ্দিন মিয়া কাস্টমস কর্মকর্তা হিসেবে চাকরি করার সময়ে নিজ নামে ও তার ছোট ভাইয়ের নামে ওই অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার আয়কর রিটার্নে এই সম্পদের বিবরণী তথ্য গোপন রেখেছিলেন তিনি। মামলাটি বিচারের জন্য আমলে নিয়ে আদালত সাক্ষ্যগ্রহণ শুরু করেছে। জানা গেছে, আলাউদ্দিন মিয়া ভিপি আলাউদ্দিন নামে সর্বাধিক পরিচিত। রংপুর কারমাইকেল কলেজ সংসদে তিনি একবার ভিপি নির্বাচিত হয়েছিলেন। সেই থেকে তিনি নিজ নামের সঙ্গে ওই পদবি ব্যবহার করে আসছেন। তার ভাইয়ের স্ত্রীকে পারিবারিক সম্পদ থেকে বঞ্চিত করায় এ নিয়ে তিনি দুদক...