নেপালের মাইতিঘরে হাজার হাজার বিক্ষোভকারীদের মধ্যে একজন ছিলেন ইচ্ছা থাপা। সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের স্নাতক করছেন তিনি। সোমবার সামাজিক যোগাযোগ বন্ধ ও দুর্র্নীতি বিষয়ে সরকারবিরোধী আন্দোলনে যোগ দিয়েছিল থাপা-ও। কিন্তু পরিস্থিতি ঘোলাটে হলে বিক্ষোভ ছেড়ে চলে আসেন তিনি। তার মতে- আন্দোলনের প্রকৃত রেশ আর নেই, কোথাও গণ্ডগোল আছে। মূলত পুরো বিক্ষোভের মোড় ঘুরিয়ে দিয়েছে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী। কাঠমান্ডু পোস্ট। থাপা বলেন, ‘এটি একটি শান্তিপূর্ণ প্রতিবাদ হওয়ার কথা ছিল। সেই কারণেই আমরা সেখানে ছিলাম। কিন্তু এখন এটি শুধু একটি খারাপ স্বপ্ন যা থেকে আমি চোখ খুলে দেখছি।’ তিনি আরও বলেন, ‘আজকে প্রত্যাশা বনাম বাস্তবতায় ব্যাপক ফারাক। যদি স্পষ্ট নেতৃত্ব থাকত, তাহলে আরও ভালো হতো। আন্দোলনের মূল এজেন্ডা ছিল দুর্নীতির বিরুদ্ধে। কিন্তু এখন মনে হচ্ছে বাইরের শক্তিগুলো তাদের নিজস্ব স্বার্থকে এগিয়ে নিয়ে...