ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমাদ বলেছেন, অতীতের সরকার গণবিরোধী হওয়ার কারণে স্কুলগুলোতে ধর্মীয় ও কোরআন শিক্ষক নিয়োগ দেওয়ার দাবিকে উপেক্ষা করেছে। বর্তমান সরকারও একই পথে হাঁটছে বলে অভিযোগ করেন তিনি।মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, মানুষের জীবনে ধর্ম একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সংস্কৃতি, মনোভাব, চরিত্র ও দৃষ্টিভঙ্গি নির্মাণে ধর্মই প্রধান ভূমিকা পালন করে। বাংলাদেশের সকল মানুষ ধর্মপ্রাণ। ধর্মকে কেন্দ্র করেই এখানে হাসি-কান্না, আন্দোলন ও সংগ্রামের ইতিহাস আবর্তিত হয়েছে। ফলে শিক্ষার্থীদের ধর্ম সম্পর্কে প্রকৃত ও যথাযথ শিক্ষা দেওয়া অপরিহার্য। সেজন্য স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক ও কোরআন শিক্ষক নিয়োগ দেওয়া সাধারণ যুক্তিবোধের দাবি। অতীতের সরকার গণবিরোধী হওয়ার কারণে যৌক্তিক এই দাবিকে উপেক্ষা করেছে। বর্তমান সরকারও একই পথে হাঁটছে। বাংলাদেশের মনস্তত্ত্বে ধর্মের প্রভাবকে অস্বীকার করার এই...