ডাকসু নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পর্যবেক্ষক দল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কিছু অব্যবস্থাপনা থাকলেও বড় কোনো অসঙ্গতি ছিল না, সেদিক থেকে নির্বাচনকে অগ্রহণযোগ্য বলা যায় না। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচন পর্যবেক্ষণ শেষে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক এসব তথ্য জানায়।আরো পড়ুন:ঢাবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে বুধবারশিক্ষার্থীরা যাকে ম্যান্ডেট দেবে, তা মেনে নিতে হবে: সাদিক কায়েম শিক্ষার্থীরা যাকে ম্যান্ডেট দেবে, তা মেনে নিতে হবে: সাদিক কায়েম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সামিনা লুৎফা বলেন, “এতসংখ্যক ভোটার সামলানোর যথেষ্ট প্রস্তুতি কর্তৃপক্ষের ছিল না। তবে, ভাগ্য ভালো চারটা পর্যন্ত তেমন কোনো বড় সমস্যা তৈরি হয়নি”। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের আরেক সদস্য অধ্যাপক গীতি আরা নাসরীন বলেন, “আমরা ছোট ছোট কিছু অসঙ্গতি বা ব্যবস্থাপনার যে ভুলগুলো, এ বাদে আমরা মনে করিনি যে...