সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মার সরকারের মন্ত্রীদের যেখানে পাওয়া যাচ্ছে সেখানেই তাদের মারধর করা হচ্ছে। মঙ্গলবার অর্থমন্ত্রীর পরে বিক্ষোভকারীদের মারধরের শিকার হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আরজু দেউবা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও-এর বরাত দিয়ে এনডিটিভি অনলাইন জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবার বাসভবনে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। তার বাড়ির ভেতরে প্রবেশ করে বিক্ষোভকারীরা তাকে লাথি ও ঘুষি মেরেছে। একটি ভিডিওতে দেখা গেছে, আরজু দেউবা তার মুখ থেকে রক্ত মুছছেন। এসময় বিক্ষোভকারীরা তাকে ঘিরে রেখেছিল। এর কিছুক্ষণ পরেই, ক্লিপটিতে দেখা যাচ্ছে, ৬৩ বছর বয়সী এই নারীকে পিছন থেকে লাথি মারছে এবং মুখে ঘুষি মারছে বিক্ষোভকারীরা। ওলি সরকারের দুর্নীতির বিরুদ্ধে নেপালে বিক্ষোভ শুরু হলে সোমবার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং এক্স সহ...